বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘিরে রাখা হয়েছে গুলিস্তানের বিস্ফোরণস্থল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৯:৪২ এএম

শেয়ার করুন:

ঘিরে রাখা হয়েছে গুলিস্তানের বিস্ফোরণস্থল

প্রথম দিন মঙ্গলবারে উপচেপড়া মানুষের ভিড়ে রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজার বিস্ফোরণের পর উদ্ধার অভিযানে বেগ পেতে হয়েছে। পরে অবশ্য ভবনে ফাটল দেখা দেওয়ায় এক পর্যায়ে অভিযান স্থগিত করা হয়। কথা ছিল বুধবার (৮ মার্চ) সকালে সেনাবাহিনী সদস্যদের নিয়ে অভিযান শুরু হবে। নয়টা পর্যন্ত তা শুরু হয়নি। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

বুধবার (৮ মার্চ) সকাল থেকেই ওই এলাকা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রাখে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ব্যাটালিয়নের সদস্যরা।


বিজ্ঞাপন


এসময় মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে উল্টো পাশের সড়ক দিয়ে যান চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে।

88

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর পুরান ঢাকার সিদ্দিকবাজার এলাকায় সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত, আহত হয়েছেন অন্তত দেড় শতাধিক।

এরপর শুরু হওয়া উদ্ধার অভিযান রাত পৌনে ১১টার দিকে স্থগিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা।


বিজ্ঞাপন


এই কর্মকর্তা বলেন, ‘ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এই অবস্থায় ভবনের ভূ-গর্ভস্থ স্থানে উদ্ধার কাজ চালানো সম্ভব নয়। তাই উদ্ধারকাজ স্থগিত করা হয়েছে। সকালে সেনাবাহিনী আসলে আবার কাজ শুরু হবে।’

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর