শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

৭০ বছর বয়সী বৃদ্ধার বাসে ওঠা হলো না

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৩:০১ এএম

শেয়ার করুন:

৭০ বছর বয়সী বৃদ্ধার বাসে ওঠা হলো না

৭০ বছর বয়সী বৃদ্ধা আকুতি বেগম। ঢাকার বংশালে এসেছিলেন ভাতিজা-ভাতিজিকে দেখতে। ফিরে যাচ্ছিলেন গাজীপুর। বাসে ওঠার আগে গোলাপ শাহ মাজারের দিকে যাচ্ছিলেন। কিন্তু তার আর বাসে ওঠা হলো না। পথেই লাশ হলেন তিনি। 

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সিদ্দিকবাজারের বিস্ফোরণের ঘটনায় অন্যদের সাথে আকুতি বেগমও গুরুতর আহত হয়ে না ফেরার দেশে চলে গেছেন। 


বিজ্ঞাপন


তার স্বজনরা জানিয়েছেন, তিনি আজ গাজীপুরের ভবানীপুর থেকে ভাতিজা-ভাতিজিদের দেখতে ঢাকার বংশালে এসেছিলেন। ফিরে যাচ্ছিলেন। বংশালের পুকুরপাড় এলাকার ভাতিজির বাসা থেকে বের হয়ে সিদ্দিকবাজারে ভবনের সামনে এলে বিস্ফোরণে তিনি মারা যান।

আকুতি বেগমের কোনো সন্তান নেই। ২৫ বছর আগে হারিয়েছেন স্বামীকে। গাজীপুরের ভবানীপুরে তিনি নিজের বাড়িই থাকতেন। 

আকুতি বেগমের ভাতিজা মো. হানিফ জানান, তার ফুফু গাজীপুর থেকে এসেছিলেন।  তাদের সঙ্গে দেখাও করেছেন। যাওয়ার পথে বিস্ফোরণে তিনি মারা যান।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে ১৫ জন পুরুষ ও ২ জন নারী। ইতোমধ্যে আহত অবস্থায় শতাধিক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে অনেকের অবস্থা গুরুতর।


বিজ্ঞাপন


এমআইকে/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর