শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভবনের বেজমেন্টের উদ্ধারে এক্সকাভেটর প্রয়োজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৮:৩০ পিএম

শেয়ার করুন:

ভবনের বেজমেন্টের উদ্ধারে এক্সকাভেটর প্রয়োজন

রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ভবনের বেজমেন্টে মানুষ আটকা পড়ে থাকতে পারে। এজন্য এক্সকাভেটর প্রয়োজন বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। ইতোমধ্যে এক্সেভেটর কল করা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (৭ মার্চ) রাতে ঘটনাস্থলে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।


বিজ্ঞাপন


গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা কি না এমন প্রশ্নের জবাবে ডিএমপির এই যুগ্ম কমিশনার বলেন, এ বিষয়ে আমরা এখনই মন্তব্য করতে পারব না। এখানে ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলো সরানোর কাজ চলছে। আশপাশের ভবন, মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অসংখ্য জীবন ও সম্পদের ক্ষতি হয়েছে।

বিপ্লব বলেন, এখন ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে, ভবনের মধ্যে কেউ আটকা থাকলে তাদের উদ্ধার করতে হবে। কারও গাফিলতিতে যাতে উদ্ধার কাজে বিলম্ব না হয় এজন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

dd

পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পরপরই সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। এই মুহূর্তে বলা যাচ্ছে না কীভাবে ঘটনা ঘটেছে, এখন আমরা উদ্ধারে বেশি গুরুত্ব দিচ্ছি।


বিজ্ঞাপন


কতজন মারা গেছে এমন প্রশ্নে বিপ্লব কুমার বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অফিসিয়ালি দশজন নিহতের কথা বলা হয়েছে। অসংখ্য আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে। ভবন দুটিতে

কেউ আটকা পড়ে আছে কি না তাদের উদ্ধারে ফায়ার সার্ভিস তন্নতন্ন করে খুঁজছে।

এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর