শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুলিস্তানে বিস্ফোরণ: মেয়র তাপসের শোক, সহযোগিতার আশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০৭:২১ এএম

শেয়ার করুন:

গুলিস্তানে বিস্ফোরণ: মেয়র তাপসের শোক, সহযোগিতার আশ্বাস

রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। একইসঙ্গে দুর্ঘটনা পরবর্তী উদ্ধার অভিযানে সিটি করপোরেশনের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন তিনি।

expl


বিজ্ঞাপন


মঙ্গলবার (৭ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস এক শোকবার্তায় বলেন, যেকোনো দুর্ঘটনাই অনাকাঙ্ক্ষিত। বিশেষত এ ধরনের দুর্ঘটনা যখন বহু মানুষের মৃত্যুর কারণ হয় তখন তা সত্যিকার অর্থেই মেনে নেওয়া কষ্টকর। গুলিস্তানের ভবনে ঘটে যাওয়া বিস্ফোরণে এখন পর্যন্ত ১৭ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। সুতরাং এটি বড় ধরনের দুর্ঘটনা। আমি এই দুর্ঘটনায় নিহত ব্যক্তিবর্গের রুহের মাগফিরাত কামনা করছি এবং আহত ব্যক্তিবর্গের দ্রুত আরোগ্য কামনা করছি।

শোকবার্তায় মেয়র ব্যারিস্টার শেখ তাপস আরও বলেন, দুর্ঘটনা পরবর্তী উদ্বার কাজে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সহযোগিতা করে চলেছে। আমরা ফায়ার সার্ভিসের আহ্বানে সাড়া দিয়ে উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে একটি হুইল এক্সক্যাভেটর দুর্ঘটনাস্থলে পাঠিয়েছি। এছাড়াও উদ্ধার কাজে আরও কোনো ধরনের যান-যন্ত্রপাতি প্রয়োজন হলে তা দ্রুততার সঙ্গে সরবরাহ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তাগণ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আমরা সজাগ রয়েছি।'

explo

দুর্ঘটনা পরবর্তী উদ্বার কাজ ছাড়াও অন্যান্য কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রমে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ঢাকা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করে চলেছে। আমি আহত ব্যক্তিবর্গের যথাযথ চিকিৎসাপ্রাপ্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে অনুরোধ করছি।


বিজ্ঞাপন


বিইউ/এমএইচএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর