শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুলিস্তানে বিস্ফোরণে আহত ৬৫ জনকে ঢামেকে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৫:৫১ পিএম

শেয়ার করুন:

গুলিস্তানে বিস্ফোরণে আহত ৬৫ জনকে ঢামেকে ভর্তি

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ৬৫ জনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


বিজ্ঞাপন


জানা যায়, রাজধানীর ব্যস্ত ওই এলাকায় বিকেল পাঁচটার কিছু আগে হঠাৎ সড়ক সংলগ্ন একটি ভবন থেকে বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই ওই এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। ভয়ে মানুষ দ্বিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন। বিস্ফোরিত এলাকা থেকে অনেক মানুষকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। যাদের হাসপাতালে নেওয়া হচ্ছে তাদের অনেককে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

স্থানীয়রা জানান, আহতদের বেশিভাগকে নেওয়া হয়েছে ঢাকা মেডিকেলে। বাকিদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ঢাকা মেইলকে একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। যদিও স্থানীয় সূত্র এই ঘটনায় দুইজনের মৃত্যুর তথ্য জানিয়েছে।

কেআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর