বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুলিস্তান বিস্ফোরণে নিহত তিনজনের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

গুলিস্তান বিস্ফোরণে নিহত তিনজনের পরিচয় মিলেছে

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মো. সুমন (২১), ইসহাক মৃধা (৩৫) ও মনসুর হোসেন (৪০)।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলের এই দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


বিজ্ঞাপন


নিহত সুমনের পরিচয় শনাক্ত করেন তার বাবা মুমিন। তিনি জানান, তার বাসা বংশাল থানার এক নাম্বার সুরিটোলা এলাকায়। তার মায়ের জন্য ইফতারি কিনতে এলে এই ঘটনা ঘটে। তিনি গত ২৫ ফেব্রুয়ারি কাতার থেকে দেশে আসেন।

নিহত ইসহাক মৃধার মামাতো ভাই হুমায়ুন কবির খান বলেন, নিহত ইসহাক ইসলামপুরের কাপড়ের ব্যবসা করতেন। বর্তমানে তিনি ঢাকার ঢাকেশ্বরী ২ নাম্বার গেট এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশালে।

নিহত মনসুর হোসেনের ভাইরা মুরাদ হোসেন জানান, নিহত মনসুর হোসেনের বাড়ি যাত্রাবাড়ীর পশ্চিমপাড়া এলাকায়।

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের সময় গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া শতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন


কেআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর