শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুলিস্তানে বিস্ফোরণ: এজিবির এক প্লাটুন মোতায়েন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০২:৪২ এএম

শেয়ার করুন:

গুলিস্তানে বিস্ফোরণ: এজিবির এক প্লাটুন মোতায়েন

রাজধানীর সিদ্দিকবাজারে বিস্ফোরণের ঘটনায় কাজ করছে র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী। তাদের সাথে এবার যোগ হলো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষ প্রশিক্ষিত ইউনিট আনসার গার্ড ব্যাটালিয়ন (এজিবি)। 

মঙ্গলবার রাতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) মো. জাহিদুল ইসলাম এ তথ্য জানান।


বিজ্ঞাপন


তিনি বলেন, দুর্ঘটনার পরপরই সেখানে এক প্লাটুন (৩২জনের টিম) এজিবি পাঠানো হয়েছে। তারা এ ঘটনায় উদ্ধার কার্যক্রমে ও আহতদের দ্রুত চিকিৎসা সেবায় সাহায্য করবেন। 

ঢাকা মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে এজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এছাড়া শেখ হাসিনা বার্ন ইউনিটে দুই প্লাটুন সাধারণ আনসার নতুন করে মোতায়েন করা হয়েছে। আগে থেকেই ঢাকা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে আনসার সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন।

এমআইকে/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর