বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ঢাকা

আন্তর্জাতিক গণমাধ্যমে গুলিস্তানের বিস্ফোরণ

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৮:০৩ পিএম

শেয়ার করুন:

আন্তর্জাতিক গণমাধ্যমে গুলিস্তানের বিস্ফোরণ

রাজধানীর ‍গুলিস্তানের ঢাকার সিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন শতাধিক। মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সীতাকুণ্ডে অক্সিজেন কারখানা এবং ঢাকার মিরপুরে রোডে ভবনে বিস্ফোরণের পর এক সপ্তাহের মধ্যে তৃতীয় বিস্ফোরণে প্রাণহানি ঘটল।


বিজ্ঞাপন


ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যম এপি শিরোনাম করেছে- বাংলাদেশে ভবনে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত।

ভারতের আনন্দবাজার শিরোনাম করেছে- ঢাকার গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, ১৫ জন নিহত, আহত শতাধিক, আরও বাড়তে পারে মৃত্যুর সংখ্যা।

জেরুজালেম পোস্ট শিরোনাম করেছে- বাংলাদেশে মার্কেটে বিস্ফোরণে নিহত ১৫।


বিজ্ঞাপন


ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে শিরোনাম করেছে- বাংলাদেশের ঢাকায় বিস্ফোরণে ১৪ জন নিহত, আহত ১০০।

মধ্যপ্রাচ্যের আল-আরাবিয়া নিউজ শিরোনাম করেছে- বাংলাদেশে অফিস ভবনে বিস্ফোরণে নিহত ১১।

ভারতের গণমাধ্যম এনডিটিভি শিরোনাম করেছে- ঢাকায় ভবনে বিস্ফোরণে ৮ জন নিহত, আহত শতাধিক।

উল্লেখ্য, গুলিস্তানের সাত তলা যে ভবনে বিস্ফোরণ ঘটেছে, তার নিচের দুটো তলা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে ভবনের দেয়াল ভেঙে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র ছিটকে বাইরে বেরিয়ে এসেছে। বিস্ফোরণের সময় ভবনের উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া বিস্ফোরণে পাশের পাঁচ তলা একটি ভবনের কাচ ভেঙে ওই ভবনে থাকা অফিস কক্ষগুলোর পর্দা ছিন্নভিন্ন হয়ে গেছে।

তবে এতবড় বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর