বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘মনে হচ্ছিল বিল্ডিং দেবে যাচ্ছে'

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৮:২৪ পিএম

শেয়ার করুন:

‘মনে হচ্ছিল বিল্ডিং দেবে যাচ্ছে'

‘হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। কানফাঁটা শব্দের পর মনে হচ্ছিল বিল্ডিং দেবে যাচ্ছে। কী করতে হবে কিছুই বুঝতে পারছিলাম না। ভীতসন্ত্রস্ত মানুষকে দেখে আমিও ভীত হয়ে যায়। ডাকতে থাকি আল্লাহকে।’

এভাবেই রাজধানীর গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণের বর্ণনা দিচ্ছিলেন এই এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক।


বিজ্ঞাপন


তিনি বলেন, ‘মনে হচ্ছিল ভূমিকম্প হয়েছে। তখন দ্রুত বাইরে বের হয়েছি। কিছুক্ষণ পরে দেখছি একের পর এক লাশ বের করে আনা হচ্ছে। অনেক লাশ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। যে বিল্ডিংয়ে বিস্ফোরণ ঘটেছে তার পাশেই রয়েছে চারটি দোকান। সেখানে অন্তত ৫০ জন লোক ছিল। এখানে অন্তত ৫০ শতাংশ লোক আহত হয়েছে।’

আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘যে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তার দুটি বিল্ডিং পরেই আমার বাসা। আমার জুতার ব্যবসা আছে, বাসায় বসে ৪ থেকে ৫ জন কর্মচারী নিয়ে জুতা গোছাচ্ছিলাম। হঠাৎ বিকট আওয়াজ হলো। মনে হচ্ছিল আমাদের বিল্ডিংটা দেবে যাচ্ছে। বিস্ফোরণের শব্দ এতটাই বিকট ছিল যে পাশের সমস্ত বিল্ডিংয়ের জানালার গ্লাস ভেঙে পড়েছে। গ্লাস ভেঙে পড়ে নিচে থাকা অনেক মানুষ আহত হয়েছেন।’

মঙ্গলবার বিকেল পাঁচটার কিছু আগে হঠাৎ সড়ক গুলিস্তানের একটি ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারি দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে উপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।


বিজ্ঞাপন


এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর