শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিধ্বস্ত ভবনের পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

বিধ্বস্ত ভবনের পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ

রাজধানীর গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে যে স্যানিটারি মার্কেটটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তার আন্ডারগ্রাউন্ড থেকে পানি সংগ্রহ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন- বিএসটিআই। দুর্ঘটনার পর ভবনটির সেফটি ট্যাংকি থেকে নিচ তলায় পানি জমে গেছে। সেই পানিতে কোনো ধরনের বিস্ফোরক জাতীয় দ্রব্য আছে কি না তা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে।

বুধবার (৮ মার্চ) দুপুরে বিএসটিআইয়ের একটি টিম এসে পানি সংগ্রহ করে নিয়ে যায়।


বিজ্ঞাপন


টিমের নেতৃত্ব দেওয়া উপপরিচালক রিয়াজ উদ্দিন ঢাকা মেইলকে বলেন, আমরা এই পানি পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছি। দেখা হবে একসঙ্গে কোনো ধরনের দাহ্য পদার্থ বা অন্য কোনো ধরনের বিস্ফোরক জাতীয় কিছু পাওয়া যায় কি না।

বিএসটিআইয়ের কর্মকর্তাদের চার থেকে পাঁচটি ছোট বোতলে করে পানি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে দেখা যায়।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাততলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেজমেন্ট, প্রথম ও দোতলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চমতলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানে উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের পর ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় রাত পৌনে ১১টার দিকে উদ্ধারকাজ স্থগিত করা হয়। এই বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন দেড় শতাধিক। এখনো কয়েকজন নিখোঁজ আছেন। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, জমে থাকা গ্যাস থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।


বিজ্ঞাপন


বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর