শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

তাৎক্ষণিক অনুদান হিসেবে নিহতদের পরিবার পাবে ৫০ হাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৮ মার্চ ২০২৩, ১২:৫৬ এএম

শেয়ার করুন:

তাৎক্ষণিক অনুদান হিসেবে নিহতদের পরিবার পাবে ৫০ হাজার

রাজধানীর সিদ্দিক বাজারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা জেলা প্রশাসন।

ঘোষণা অনুযায়ী, নিহতদের পরিবার পাবে ৫০ হাজার, গুরুতর আহতরা পাবেন ২৫ হাজার ও তুলনামূলক কম। আহতরা পাবেন ১৫ হাজার টাকা।


বিজ্ঞাপন


মঙ্গলবার (০৭ মার্চ) রাতে ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য সহায়তা থেকে শুরু করে স্বজনদেরও সব ধরনের সহায়তা দেওয়া হবে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বুথ চালু করে ঢাকা জেলা প্রশাসন। জেলা প্রশাসক সেখানে এ কথা বলেন।

মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বুথ থেকে নিহতদের তাৎক্ষণিক ৫০ হাজার, গুরুতর আহতদের ২৫ হাজার, সামান্য আহতদের ১৫ হাজার আর্থিক সহায়তা দেওয়া হবে।


বিজ্ঞাপন


রাজধানীর গুলিস্তানে সিদ্দিক বাজারে ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৭ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা আছে।

বিইউ/এমএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর