শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বাড়ছে লাশ, আহতদের খুঁজছে ফায়ার সার্ভিসের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৬:০৭ পিএম

শেয়ার করুন:

বাড়ছে লাশ, আহতদের খুঁজছে ফায়ার সার্ভিসের কর্মীরা

রাজধানীর গুলিস্তান বিআরটিসি বাসস্ট্যান্ড কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মরদেহ পাঠানো হয়েছে। ভয়াবহ ওই বিস্ফোরণে আহত হয়েছেন বহু মানুষ। তাদের মধ্যে ৬৫ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেলে। বিস্ফোরণের পর ভবনের ভেতরে ঢুকে আহতদের খুঁজছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর হতাহতদের দ্রুত হাসপাতালে আনা হয়।


বিজ্ঞাপন


বিকেল পৌনে ৬টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ফায়ার সার্ভিসের ৭ ইউনিট ভবন থেকে ৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করেছে। উদ্ধার অভিযান এখনো চলছে।

বিপুল সংখ্যক ফায়ার সার্ভিস কর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন আছে এখানে। তারা খুঁজে খুঁজে ভেতরে কেউ থাকলে তাদের বের করার চেষ্টা করছেন। আহত কাউকে পেলে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হচ্ছে।

ডব্লিউএইচ/বিইউ/এমআর 

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর