শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ঢাকা

গুলিস্তানে বিস্ফোরণ: এখনও সন্ধান মিলছে আহতদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

গুলিস্তানে বিস্ফোরণ: এখনও সন্ধান মিলছে আহতদের

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের ঘটনায় একের পর এক হতাহত ব্যক্তিকে বের করে আনা হচ্ছে। বিস্ফোরণের পরপরই সড়কে থাকা আহত পথচারীদের প্রথমে হাসপাতালে নেওয়া হলেও পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে ভবনে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিধ্বস্ত ভবনে আটকেপড়া আহত মানুষের খোঁজ মিলছে।

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যা ৭টা পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।


বিজ্ঞাপন


সরেজমিনে দেখা যায়, ফায়ার সার্ভিসের সদস্যরা বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেয়। তাদের অনেকে ভবনে ঢুকে আটকেপড়াদের বের করে আনেন।

fire-2

বিদ্যুৎ না থাকায় টর্চলাইট জ্বালিয়ে ভবনে ঢুকে হতাহতদের বের করে আনছেন তারা। উদ্ধার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যাচ্ছেন অনেকে। আবার অনেক আহত ব্যক্তিকে ক্রেনে করে নিয়ে নামিয়ে আনা হয়।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আহতদের উদ্ধারে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর