শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

সিত্রাংয়ে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১১:৩৩ পিএম

শেয়ার করুন:

সিত্রাংয়ে হতাহতের ঘটনায় বিএনপি মহাসচিবের শোক

ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের বিভিন্ন স্থানে ৩৫ জনের মৃত্যু এবং অনেকে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এই তথ্য জানান।


বিজ্ঞাপন


শায়রুল বলেন, শোক বাণীতে বিএনপি মহাসচিব ঘূর্ণিঝড়ে নিহত শোকসন্তপ্ত পরিবার ও ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতার দাবি জানান।

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব।

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানে। এতে অন্তত ১৯টি জেলায় ক্ষয়ক্ষতি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া কাঁচা ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এমই/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর