শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০২:৪৩ পিএম

শেয়ার করুন:

বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
ফাইল ছবি

ক্রমেই ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং। এই ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড় সিত্রাং প্রস্তুতি ও পরবর্তী করণীয় লক্ষ্যে বিআইডব্লিউটিএর সব কর্মকর্তা-কর্মচারীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছুটি বাতিল করা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। সকাল ৭টা থেকে আটটার মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী বলেছেন, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে সিভিয়ারে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে আটটার মধ্যে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে।

এছাড়া সমুদ্রবন্দরে জারি করা বিপদ সংকেত আরও বাড়তে পারে বলে জানান তিনি।


বিজ্ঞাপন


এদিকে ঘূর্ণিঝড়ের কারণে ইতোমধ্যে সবধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে বিআইডব্লিউটিএ।

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর