শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ঘূর্ণিঝড় সিত্রাং: কাপ্তাই হ্রদে নৌ-চলাচল বন্ধ ঘোষণা 

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০৪:৪৫ পিএম

শেয়ার করুন:

ঘূর্ণিঝড় সিত্রাং: কাপ্তাই হ্রদে নৌ-চলাচল বন্ধ ঘোষণা 
ছবি : ঢাকা মেইল

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদে সকল ধরনের নৌ-চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৪ অক্টোবর) বিকালে উদ্ভূত পরিস্থিতিতে দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জানানো হয়েছে—পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া শহরের ৯টি ওয়ার্ডে ৩০টি ভূমিধসের স্পট চিহ্নিত করে ২২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তিনটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও উপজেলাগুলোতে আলাদা আশ্রয়কেন্দ্র ও মেডিকেল টিম প্রস্তুত করা হয়েছে।


বিজ্ঞাপন


বৈঠকে অতিরিক্ত জেলাপ্রশাসক মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহেদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রাঙামাটির কৃত্রিম কাপ্তাই হ্রদ বদ্ধ জলাধার হওয়ার কারণে সাগরের সঙ্গে কোনো সংযোজন নেই। যে কারণে জোয়ারভাটাও নেই কাপ্তাই হ্রদে৷ তবে বর্ষায় হ্রদে পানি বেড়ে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকায় স্রোত থাকে। 

এর আগে বিভিন্ন সময়ে দেশে ঘূর্ণিঝড় এলেও এবারই প্রথমবারের মতো কাপ্তাই হ্রদে প্রশাসন নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বলে জানায় সংশ্লিষ্টরা।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর