শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

রাজধানীতে জলাবদ্ধতা: ঘরে ঘরে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০২:০৫ এএম

শেয়ার করুন:

রাজধানীতে জলাবদ্ধতা: ঘরে ঘরে ঢুকছে পানি

তীব্র বাতাসের শক্তি নিয়ে উপকূলে রীতিমতো তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া অধিদফতরের দেওয়া সবশেষ তথ্যমতে, খেপুপাড়া, ভোলা, বরিশাল দিয়ে ক্রমেই ঘনীভূত হয়ে আরও উত্তর-উত্তরপূর্ব দিকে দ্রুত অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড়টি। তবে সোমবার সকাল থেকেই এর প্রভাব দেখা গেছে রাজধানীসহ দেশের বিভিন্ন অংশে।

এ দিন সকাল থেকেই বৃষ্টিতে একদিকে জনজীবনে যেমন তীব্র ভোগান্তি দেখা গেছে, সেই সঙ্গে অন্যদিকে ঢাকার দুই সিটি করপোরেশনের ড্রেনেজ ব্যবস্থা নাজুক হওয়ার বাসা বাড়িতেও ঢুকে পড়ছে পানি। ফলে সবমিলিয়ে নাগরিক জীবনে দুর্বিষহ ভোগান্তি দেখা গেছে।


বিজ্ঞাপন


সোমবার (২৪ অক্টোবর) রাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ছাড়াও উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বেশকিছু এলাকা ঘুরে এসব তথ্য জানা গেছে।

Cycloneঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সকাল থেকে শুরু বৃষ্টি সারাদিন মানুষকে ভুগিয়েছে। তার ওপর দিনশেষে রাজধানীবাসীর ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে জলাবদ্ধতা। তবে বৃষ্টি না থামায় এই জলাবদ্ধতা আরও বাড়বে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদিও দিনভর দুই সিটি করপোরেশনকে জলাবদ্ধতা নিরসনের তৎপর দেখা গেলেও রাতে কিছুটা ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ করছেন কোনো কোনো এলাকার বাসিন্দা।

সোমবার শেষ বিকালের পরও রাজধানীতে কর্মজীবী মানুষদের বৃষ্টি উপেক্ষা করে বাড়ির পানে ছুটতে দেখা গেছে। তবে বাড়ি ফেরার সময়ও বৃষ্টির দাপট আর রাজধানীর চিরচেনা জলাবদ্ধতা যেন নিত্যসঙ্গী হয় তাদের। মাথায় ছাতা নিয়ে পানি হাঁটুপানি মাড়িয়ে ঘরে ফিরছে অনেকেই।

অন্যদিকে রাজধানীর কোনো কোনো সড়কের জলাবদ্ধতার এতটাই বেশি দেখা গেছে যে, যানবাহন চলার সময় সড়কে রীতিমতো ঢেউয়ের সৃষ্টি হচ্ছে। আর সেই ঢেউ এসে আছড়ে পড়ছে পথচারীর শরীরে।


বিজ্ঞাপন


Cycloneসোমবার রাতে খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর ধানমন্ডি, মিরপুর রোড, ধানমন্ডি ২৭, জিগাতলা, মিরপুর, কালশী, পল্টন, ফকিরাপুল, জিয়া সরণি, মালিবাগ, নয়াপল্টনসহ রাজধানীর বেশকিছু এলাকায় ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার খিলখেতের বাসিন্দা আসাদুজ্জামান পরিবার নিয়ে থাকেন ভবনের নিচতলায়। দিনভর বৃষ্টিতে বাসায় সামনের সড়কে পানি জমলেও রাতে রাস্তা গড়িয়ে পানি ঢুকে পড়েছে ঘরে।

একই অবস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএনসিসির) এলাকার বাসিন্দাদের। মোহাম্মদের বাসিন্দা জাকারিয়া মুন্সি ঢাকা মেইলকে বলেন, ঘরে পানি ঢুকছে দুপুরের পরই। বাইরে পানি, ভেতরে পানি। আমরা যাব কই?

ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা বৃটির পানিতে এমন ভোগান্তির কারণ জানাতে গিয়ে নগরীর এই বাসিন্দা বলেন, ড্রেন দিয়ে একফোঁটা পানি যাচ্ছে না। ড্রেন পুরটা ব্লক হয়ে আছে। 

যদিও বিষয়টি নিয়ে কথা হলে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন ঢাকা মেইলকে বলেন, ডিএনসিসির ১০টি অঞ্চলেই জলাবদ্ধতা দূর করার জন্য সকাল থেকে টিম কাজ করছে। এ সময় মূল সড়কে সারাদিন কোথাও দীর্ঘসময় পানি জমে জনসাধারণের চলাচল বাধাগ্রস্ত হয়নি বলেও দাবি করেন তিনি।

Cycloneডিএনসিসির সার্বিক প্রস্তুতির বিষয়ে মকবুল হোসাইন আরও বলেন, সন্ধ্যায় বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এবং নিরবচ্ছিন্ন বৃষ্টি হওয়ায় পানি অপসারণ হতে কিছুটা সময় লাগছে। আমাদের টিম সার্বক্ষণিক কাজ করছে। রাতেও আমাদের টিম কাজ করছে।

একই বিষয়ে কথা হলে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের ঢাকা মেইলকে বলেন, জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটি কাজ করছে। এ নিয়ে ১০টি জোনে সমন্বিতভাবে কাজ চলছে।

দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের ভোগান্তি কথা বলা হলে ডিএসসির এই কর্মকর্তা বলেন, এখানে জনশক্তির একটা ঘাটতি রয়েছে। চেষ্টা করা হচ্ছে স্ব স্ব অঞ্চলের জনশক্তি দিয়ে সমস্যা নিরসনের। একটা অঞ্চল থেকে অন্য আরেকটা অঞ্চলে সরঞ্জাম সরবরাহ করাটাও কঠিন বলেও জানান তিনি।

ডিএইচডি/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর