শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ঢাকা

খুলনায় আশ্রয়কেন্দ্রে ৫৫ হাজার মানুষ

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ০২:৪১ এএম

শেয়ার করুন:

খুলনায় আশ্রয়কেন্দ্রে ৫৫ হাজার মানুষ
ছবি : ঢাকা মেইল

খুলনার ৫৫ হাজার মানুষ ৪০৯টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বেশিরভাগ এলাকায়ই নেই বিদ্যুৎ। এছাড়া আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার পায়নি কেউ কেউ।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর থেকেই উপকূলীয় উপজেলা কয়রার অধিকাংশ এলাকায় বিদ্যুৎ নেই। থেমে থেমে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে।


বিজ্ঞাপন


কয়রা মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে বিদ্যুৎ নেই। 

ওই কেন্দ্রে আশ্রয় নেওয়া মদিনাবাদ গ্রামের সুফিয়া বেগম, দক্ষিণ মদিনাবাদ গ্রামের রহমতুল্লাহ, একই গ্রামের ইয়াকুব আলী ও ২ নম্বর কয়রা গ্রামের রইস উদ্দিন জানান, সন্ধ্যার দিকে একটি বেসরকারি সংস্থা কয়েকটি মোমবাতি দিয়ে গিয়েছিল। তা শেষ হয়ে গেছে। এখন তারা অন্ধকারে রয়েছেন।

এদিকে কয়েকটি আশ্রয়কেন্দ্রের লোকজন জানান, তাদেরকে খিচুড়ি ও শুকনো খাবার দেওয়া হয়েছে। তবে কয়েকটি আশ্রয়কেন্দ্রে রাত ৯টা পর্যন্ত কেউ কেউ খাবার পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার বলেন, সাইক্লোন শেল্টারগুলোতে আলো ও খাবারের ব্যবস্থা করা হয়েছে। যদি কোনো সাইক্লোন শেল্টারে বাকি থাকে তা জানলে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর