বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ২১ ঘণ্টা ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।
সোমবার (২৪ অক্টোবর) বিকেল তিনটা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তিন বিমানবন্দরে ফ্লাইট না ওড়ানোর নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিজ্ঞাপন
পরিস্থিতি বিবেচনায় রানওয়ে ও ফ্লাইট বন্ধের এমন নির্দেশনার সময়সীমা আরও বাড়ানো হতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বেবিচকের এ-সংক্রান্ত একটি নির্দেশনা এয়ারলাইনস কর্তৃপক্ষগুলোকে এরই মধ্যে জানিয়ে দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক কামরুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আন্তর্জাতিক রুটের সকল ফ্লাইট চলাচল করছে। তবে আজ বিকেল তিনটা থেকে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম, বরিশাল ও কক্সবাজার রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
মঙ্গলবার দুপুরের পর এসব বিমানবন্দর খুলবে না বন্ধই থাকবে পরিস্থিতি বিবেচনায় বিষয়টি কালকে জানানো হবে বলে জানান কামরুল ইসলাম।
বিজ্ঞাপন
এদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।
কামরুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কোনো ফ্লাইট বিলম্ব হয়নি। আমরা আবহাওয়া অধিদফতরের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছি, নিয়মিত আপডেট নিচ্ছি। আপাতত ফ্লাইট কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
এসএএস/এমআইকে/এমআর