ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কক্সবাজারে বিকেল থেকে শুরু হয়েছে ধমকা হওয়া ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ফলে সোমবার (২৪ অক্টোবর) বিকাল ৩ টা থেকে কক্সবাজার বিমানবন্দরে বিমান উড্ডয়ন ও অবতরণ বন্ধ ঘোষণা করা হয়েছে।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় মঙ্গলবার দুপুর পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আবহাওয়া বিবেচনায় পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এদিকে, সোমবার ইউএস বাংলার একটি বিমান অবতরণে বিলম্ব হয়েছে। বাতাসের কারণে বিমানটি কক্সবাজারের আকাশে টানা ১ ঘন্টার কাছা-কাছি চক্কর দিতে থাকে। ২ টা ৫৫ মিনিটে পাইলট নিরাপদে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের ব্যবস্থাপক মো. গোলাম মোর্তজা হোসেন।
প্রতিনিধি/একেবি











































































































































































