শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

নোয়াখালীতে গাছের চাপায় শিশু নিহত

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২, ১০:০২ এএম

শেয়ার করুন:

নোয়াখালীতে গাছের চাপায় শিশু নিহত
ফাইল ফটো

নোয়াখালীর সুবর্নচরে ঘূর্ণিঝড় সিত্রাং সৃষ্ট ঝড়ো বাতাসে বসত ঘরের ওপর গাছ পড়ে স্নেহা নামের এক বছর বয়সী শিশুর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুটির মা আমেনা বেগম (২৩)।

সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা গ্রামের হাবিবিয়া এলাকায় এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতের বাবা আবদুল্লাহ মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। 

স্নেহা ওই গ্রামের অ্যাডভোকেট আবদুল্লার মেয়ে। আহত আমনাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলসহ সারা জেলা জুড়ে সোমবার ভোর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। বিকেল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইতে শুরু করে। প্রতিদিনের মতো রাতে খাওয়া শেষে স্নেহাকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন আমেনা বেগম। রাত ৩টার দিকে বসত ঘরের পাশে থাকা এক গাছ উপড়ে তাদের ঘরের ওপর পড়ে। এসময় গাছের চাপে ঘরটি দুমড়ে মুচড়ে গিয়ে ভিতরে থাকা স্নেহা এবং আমেনাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় স্নেহা।

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘এখনো আমরা এ বিষয়ে খোঁজ পাইনি। খবর পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


বিজ্ঞাপন


টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর