শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

ধেয়ে আসছে সিত্রাং, সাতক্ষীরা উপকূলে আতঙ্ক

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ধেয়ে আসছে সিত্রাং, সাতক্ষীরা উপকূলে আতঙ্ক
ছবি : ঢাকা মেইল

সাগরে নিম্নচাপের কারণে সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। এদিকে উপকূল রক্ষা বাঁধের ঝুঁকিপূর্ণ অংশ মেরামতসহ জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে প্রশাসন।

রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে উপকূলবর্তী বিভিন্ন অংশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পাশাপাশি সমগ্র এলাকাজুড়ে গুমোট আবহাওয়ার তৈরি হয়েছে।
এদিকে শ্যামনগরের বুড়িগোয়ালীনি, কৈখালী ও গাবুরা এলাকা ঘুরে দেখা যায়, নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে উৎকণ্ঠা ভর করেছে।


বিজ্ঞাপন


উপকূল রক্ষা বাঁধের দুরবস্থা নিয়ে উদ্বেগে এলাকাবাসী। দুর্যোগকালীন সময়ে জানমাল রক্ষায় পূর্ব প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকে।

স্থানীয়দের মতে, রোববার নদীতে জোয়ারের পানি বেড়েছে। তবে বাতাস বয়ে না যাওয়ায় ভয়ে রয়েছেন তারা। জোয়ারের চাপ ও ঝড় একসঙ্গে হলে ঝড়ের গতিবেগ দুর্বল হয়।

চকবারা গ্রামের সবুজ হোসেন বলেন, সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ‘সিগনাল’ বেশি হলে পাশের সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়ার পরিকল্পনা রয়েছে। অতি প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি।

ঝুঁকিপূর্ণ বাঁধ আতঙ্ক ছড়াচ্ছে উল্লেখ করে স্থানীয় বাসিন্দা নীলকান্ত রপ্তান জানান, প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই বছরে একাধিকবার তাদের এলাকা ভাঙনের মুখে পড়ে। দুর্গাবাটি ক্লোজারের পাশে সম্প্রতি ভাঙন দেখা দেওয়ার পর সাগরে নিম্নচাপ সৃষ্টির ঘোষণায় এলাকাবাসী উদ্বিগ্ন।


বিজ্ঞাপন


এদিকে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানায়, শ্যামনগর উপজেলাকে ঘিরে থাকা প্রায় ১২৭ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধের মধ্যে ৫০০ মিটারের মতো জায়গা অধিক ঝুঁকিপূর্ণ। পশ্চিম কৈখালীসহ দাতিনাখালী এলাকার বাঁধ মেরামতের কাজ চলছে জানিয়ে তারা বলেন, দুর্গাবাটি এলাকার ভাঙনকবলিত অংশে প্রায় ১৫০ মিটার বাঁধ জিও শিট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন বলেন, ‘আজ জেলা প্রশাসকের সঙ্গে সভা শেষে দুর্যোগকালীনে জনপ্রতিনিধিসহ স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছি। পরিস্থিতি বিবেচনায় জানমালের নিরাপত্তার নিশ্চিতে ১০৪টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার প্রক্রিয়া শুরু করেছে। এ ছাড়া ঝুঁকিপূর্ণ উপকূল রক্ষা বাঁধ মেরামতে পাউবো সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে শ্যামনগরে সরকারিভাবে ১০৪টি সাইক্লোন শেল্টার থাকলেও বেসরকারি পর্যায়ে সে সংখ্যা ১৮১টি। সেখানে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবেন বলে দাবি উপজেলা প্রশাসনের।

প্রতিনিধি/এইচই

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর