শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৩ জেলায় মারাত্মক আঘাত হানবে সিত্রাং: ত্রাণ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২২, ০১:৩১ পিএম

শেয়ার করুন:

১৩ জেলায় মারাত্মক আঘাত হানবে সিত্রাং: ত্রাণ প্রতিমন্ত্রী

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাং আগামীকাল মঙ্গলবার সকালে বাংলাদেশে আঘাত হানবে।

সকাল ৭টা থেকে আটটার মধ্যে বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।


বিজ্ঞাপন


তিনি বলেছেন, ঘূর্ণিঝড়টি ইতোমধ্যে সিভিয়ারে রূপ নিয়েছে। মঙ্গলবার সকাল ৭টা থেকে আটটার মধ্যে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এছাড়া সমুদ্রবন্দরে জারি করা বিপদ সংকেত আরও বাড়তে পারে বলে জানান তিনি।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে এসব কথা বলেন তিনি।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ আরও উত্তর পূর্বদিকে এগিয়ে এসেছে। আগামীকাল সকালে এটি দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

এনামুর রহমান বলেন, ১৩টি জেলায় মারাত্মক আঘাত হানা ছাড়াও দুটি জেলায় হালকাভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। তাই উপকূলের সব ঝুঁকিপূর্ণ এলাকার শতভাগ মানুষকে সন্ধ্যার মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে আনা হবে।


বিজ্ঞাপন


২৫ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়ার লক্ষ্য সরকার কাজ করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, শতভাগ মানুষকে আশ্রয়কেন্দ্রে আনাই সরকারের বড় লক্ষ্য। ইতোমধ্যে প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। এছাড়া গবাদি পশুরও যেন ক্ষয়ক্ষতি না হয় সে ব্যাপারে গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

টিএ/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর