ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আগামী রোববার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্থগিত হওয়া ২০২১ সালের স্নাতক প্রথম বর্ষের বাংলা, ইংরেজি, আরবি, সংস্কৃত, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামী শিক্ষা, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, সংগীত, পদার্থবিজ্ঞান, রসায়ন, প্রাণ রসায়ন, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, মৃত্তিকা বিজ্ঞান, মনোবিজ্ঞান, গার্হস্থ অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, নৃবিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, অর্থনীতি, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ের পরীক্ষা আগামী ৩০ অক্টোবর দুপুর ১টায় অনুষ্ঠিত হবে।
আর স্থগিত হওয়া ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষের মনোবিজ্ঞান পরীক্ষা আগামী ৩০ অক্টোবর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
স্থগিত হওয়া ২০১৯ সআলের প্রিলিমিনারি টু মাস্টার্স (নতুন ও পুরাতন সিলেবাসের) গণিত পরীক্ষাও আগামী ৩০ অক্টোবর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
এসএএস/জেবি