শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

১৬ বছর পর বিএনপি কার্যালয়ে কর্নেল অলি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২২, ১২:৫৩ পিএম

শেয়ার করুন:

১৬ বছর পর বিএনপি কার্যালয়ে কর্নেল অলি

প্রায় ১৬ বছর পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমেদ। ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় ভাঙচুর হওয়া দলটির অফিস দেখতে মঙ্গলবার দুপুরে কার্যালয়টিতে যান কর্নেল অলি।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে এলডিপি চেয়ারম্যান নয়াপল্টনে গেলে তাকে কার্যালয়ের ক্ষতিগ্রস্ত কক্ষগুলো দেখান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।


বিজ্ঞাপন


অলি আহমদ ক্ষতিগ্রস্ত কার্যালয় দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং বিএনপি নেতাদের প্রতি সহমর্মিতা জানান। তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।

bnp-1

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, যুবদলের আব্দুল মোনায় মুন্না প্রমুখ।

কর্নেল অলি একসময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মন্ত্রী ছিলেন তিনি।


বিজ্ঞাপন


দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে যুক্ত থাকার পর মতবিরোধের কারণে ২০০৬ সালের ২৬ অক্টোবর সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি গঠন করেন। বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গেও মতবিরোধ দেখা দিলে সেখান থেকে বেরিয়ে আসেন।

এমই/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর