মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ঢাকা

ফের বন্ধ‌ নাইটিঙ্গেল-ফকিরাপুল সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

ফের বন্ধ‌ নাইটিঙ্গেল-ফকিরাপুল সড়ক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকার দুই দিকের সড়ক ফের বন্ধ করে দেওয়া হয়েছে। 

শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল যাওয়ার রাস্তা এবং ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল চলাচলের সড়ক বন্ধ করে দেওয়া হয়। 


বিজ্ঞাপন


এর আগে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পরে এই এলাকার রাস্তা বন্ধ করে দেওয়া হয়। গতকাল বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে চলাচলের জন্য এ রাস্তা খুলে দেওয়া হয়। 

এরপর আজ সকালে আবারও নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড়ে ব্যারিকেড দিয়ে নয়াপল্টন এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এসময় সাংবাদিকরা প্রবেশ করতে পারলেও সাধারণ মানুষ প্রবেশ করতে পারছে না।

Barricade

ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল পর্যন্ত সড়কে পাশে যতগুলো অলিগলি রয়েছে সেসবের গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং প্রতিটি গেটের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।    


বিজ্ঞাপন


এছাড়া নয়াপল্টন এলাকায় গতকাল থেকে আজ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাস্তা খুলে দিলেও আজ হঠাৎ করে আবার কেন বন্ধ করে দেওয়া হলো জানতে চাইলে পল্টন থানার ওসি সালাউদ্দিন মিয়া বলেন, এসব কথা আমাকে জিজ্ঞেস করবেন না। একটু পরে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন তিনি বিস্তারিত জানাবেন। 

এমই/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর