বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ঢাকা

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০১:১৭ পিএম

শেয়ার করুন:

বিএনপিকে নয়াপল্টনে সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ

বিএনপিকে নয়াপল্টনে কোনো ধরনের সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হায়াতুল ইসলাম খান গণমাধ্যমকে একথা জানান।


বিজ্ঞাপন


তিনি জানান, বিএনপিকে পল্টনে সমাবেশের বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি। ডিএমপি তার আগের সিদ্ধান্তেই আছে। তবে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। ‌‌‌

হায়াতুল ইসলাম বলেন, আমরা বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানীর সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি তখন তারা জানিয়েছিল মতিঝিলের আরামবাগ ও পল্টন এলাকায়। ‌কিন্তু আমরা সেখানে না করেছি।

বিএনপির সমাবেশের তিন দিন বাকি থাকলেও এখনো স্থান নিয়ে ধোঁয়াশা কাটছে না। পুলিশের পক্ষ থেকে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করার অনুমতি দেওয়া হলে তারা নয়াপল্টনেই সমাবেশ করতে চায়।

মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, তারা পল্টনেই সমাবেশ করবেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া শাখার ডিসি ফারুক হোসেন জানান, তারা বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। এর বাইরে রাজধানীর কোনো রাস্তা বা সড়কে সমাবেশের অনুমতি দেবে না। পুলিশ তার সিদ্ধান্তে অটল আছে।

এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর