শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

কার্যালয়ে ঢুকতে না পেরে ফুটপাতে বসে পড়লেন ফখরুল

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২২, ০৫:৫৩ পিএম

শেয়ার করুন:

কার্যালয়ে ঢুকতে না পেরে ফুটপাতে বসে পড়লেন ফখরুল

নয়াপল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর কার্যালয়ে গিয়ে ভেতরে ঢুকতে না পেরে ফুটপাতে বসে পড়লেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ আমাকে ঢুকতে দেয়নি। তারা জোর করে ভেতরে ঢুকেছে। নেতাকর্মীদের গ্রেফতার করছে। জানি না পুলিশ ভেতরে কী করছে। আমার মনে হয় পুলিশ আরও বড় কোনো চক্রান্ত করছে।’

বুধবার (০৭ ডিসেম্বর) বিকেলে নয়াপল্টনে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন বিএনপি মহাসচিব। এ সময় তিনি দলীয় কার্যালয় এলাকা থেকে পুলিশ প্রত্যাহারের দাবি জানান।


বিজ্ঞাপন


ফখরুল বলেন, ‘পুলিশ হঠাৎ করে এখানে আমাদের নেতাকর্মীদের ওপর গুলি করেছে, টিয়ারশেল নিক্ষেপ করেছে, মারধর করেছে। নিজেরা বোমা ফুটিয়েছে। সাউন্ড গ্রেনেড ফাটিয়েছে।’

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে জানিয়ে ফখরুল বলেন, ‘দুঃখজনক আমি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে কথা বলার পরও তারা আমাকে কার্যালয়ের মধ্যে ঢুকতে দেয়নি। জোর করে ভেতরে ঢুকেছে। ভেতরে কী হয়েছে আমরা জানি না। তবে আরও কোনো চক্রান্ত করছে। আমাকে পুলিশ বলেছে কিছুক্ষণ পর কমিশনার কথা বলবেন। অপেক্ষা করেন। কিন্তু এরমধ্যে চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসসহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।’

fakhrul2

এর আগে রাজধানীর নয়াপল্টনে জড়ো হওয়া বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রায়টকার দিয়ে মুহুর্মুহু টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। নেতাকর্মীরাও পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে পুরো এলাকা যেন রণক্ষেত্রে রূপ নেয়।


বিজ্ঞাপন


আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নয়াপল্টনে জড়ো হয়ে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে উপস্থিতির সংখ্যাও বাড়তে থাকে।

বুধবারও সকাল থেকে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। এরমধ্যে তিনটার দিকে হঠাৎ করে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

বিইউ/এমআইকে/জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর