শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

নির্ঘুম রাত কাটালেন বিএনপির হাজারও নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৮:৪৫ এএম

শেয়ার করুন:

নির্ঘুম রাত কাটালেন বিএনপির হাজারও নেতাকর্মী

দফায় দফায় আলোচনার পর অবশেষে রাজধানীর গোলাপবাগ মাঠে ঢাকা বিভাগীয় সমাবেশের অনুমতি পাওয়ার পরপরই দলে দলে বিএনপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে চলে আসেন। সেখানে এসে তারা রাত্রি যাপন করেন। সমাবেশস্থল ছাড়াও রাস্তায়ও নির্ঘুম রাত কাটিয়েছেন অনেকেই। 

শনিবার (১০) সকালে সমাবেশস্থলে আসা বিএনপির নেতাকর্মীরা ঢাকা মেইলকে এমন তথ্য জানিয়েছে।


বিজ্ঞাপন


কুষ্টিয়া খোকসা উপজেলার যুবদল নেতা শরিফউজ্জামান ঢাকা মেইলকে বলেন, শুক্রবার বিকেল চারটা থেকেই সমাবেশস্থলে চলে আসি। সারা রাত রাস্তায় কাটিয়েছি। সমাবেশ শেষ করেই বাসায় ফিরব। 

সিলেট থেকে আসা লিটন আহমেদ নামের এক ছাত্রদল কর্মী ঢাকা মেইলকে বলেন, রাতে গোলাপবাগ মাঠেই রাত কাটিয়েছি। সমাবেশ শেষ করেই বাড়ি ফিরব।

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর