জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উদ্বুদ্ধ পরিস্থিতিতে পরবর্তী করণীয় নির্ধারণ ও শনিবারের ঢাকার সমাবেশের স্থান নির্ধারণসহ সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে বিকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
বিজ্ঞাপন
এমই/এমআর