শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

এক দফার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

এক দফার আন্দোলনের হুঁশিয়ারি বিএনপি নেতাদের
ফাইল ছবি

বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা পুনর্বহালের দাবিতে একদফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির শীর্ষ নেতারা।

সরকারের উদ্দেশে বিএনপি নেতারা বলেন, প্রথম দফার কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি আদায়ের দাবি করছি। কিন্তু সরকার দাবি না মানলে আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে। রাজপথে এক দফার কর্মসূচি দেওয়া হবে।


বিজ্ঞাপন


শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাবেশে নেতারা এসব কথা বলেন। এসময় তারা মাঠের কর্মীদের আগামী দিনের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা কোনো কাজ গোপনে করি না। প্রকাশ্যে করি। আমরা বলেছি ১০ তারিখ বলবো আপনারা কী করবেন, বিদায় নেওয়ার জন্য। আর যদি না যান তাহলে কী করতে হবে সেটা আমরা করবো।’

bnp2

এমপিদের পদত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সাতটা বোমা মারা হয়েছে। সংসদ থেকে তারা পদত্যাগ করেছেন। জনগণের দাবিতে একাত্মতা প্রকাশ করে তারা পদত্যাগ করেছেন। আপনারাও (সরকার) পদত্যাগ করুন। আমরা আশা করবো রাষ্ট্রপতি আপনি সংসদ বাতিল করবেন। নির্দলীয় সরকারের অধীনে ভোটের ব্যবস্থা করবেন। আমরা অংশ নেব। আর যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা জানি কেমন দাবি আদায় করতে হবে।’


বিজ্ঞাপন


স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘সরকার সমাবেশ বানচাল করতে আমাদের মহাসচিবসহ অনেক নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কিন্তু তারপরও সবাই দলকে ভালোবেসে এসেছেন। আগামী দিনে একদফার আন্দোলনেও আপনারা আমাদের ডাকে সাড়া দিয়ে আসবেন।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অনেকে সমাবেশে কয়েক দিন আগে এসেছেন। অনেক কষ্ট করেছেন। কিন্তু দেশকে ভালোবেসে তারা এসেছেন, তাতে কারও কোনো যন্ত্রণা নেই।’

bnp3

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবির কথা তুলে ধরে আমীর খসরু বলেন, ‘বুকের রক্ত দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনবো।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘এত বাধার পরও আজকে মানুষের ঢল নেমেছে। আজকে প্রমাণ হয়েছে যত গুলি করেন, কোনো গুলি মানুষের কাছে গুলি না।’

টুকু বলেন, ‘দশটা সমাবেশের মধ্য দিয়ে আমরা ওয়ার্মআপ করেছি। এরপর থেকে শুরু হবে রাজপথে মিছিল, সংগ্রাম।’

বিইউ/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর