শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ঢাকা

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ফখরুল-আব্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২২, ১১:০৭ এএম

শেয়ার করুন:

জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে ফখরুল-আব্বাস

গভীর রাতে বাসা থেকে আটক করা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের সেখানে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদ।

তিনি বলেছেন, বিএনপির দুই নেতাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।


বিজ্ঞাপন


ডিএমপি সূত্রে জানা গেছে, আটকের পর তাদের নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হবে কিনা, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

ডিএমপির এক ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, মির্জা ফখরুল ও আব্বাসের বিরুদ্ধে মামলা হবে কিনা বা তাদের বিষয়ে পুলিশের পরবর্তী পদক্ষেপ কী হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাসকে তাদের নিজ নিজ বাসা থেকে আটক করা হয়।

গ্রেফতারের আগে বৃহস্পতিবার মধ্যরাতে কমলাপুর স্টেডিয়াম ও মিরপুর বাঙলা কলেজের মাঠ পরিদর্শন করতে যান মির্জা আব্বাস। 


বিজ্ঞাপন


বাসায় যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেছিলেন, দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তীতে সিদ্ধান্ত জানাব। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর