ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় মিন্টো রোডের ডিএমপি কমিশনারের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়।
বিজ্ঞাপন
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দীন দিদার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপির প্রতিনিধি দলে রয়েছে- দলটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, এডভোকেট এ জে মোহাম্মদ আলী, এডভোকেট আহমেদ আজম খান, অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন ও বিএনপি আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির সমাবেশের ভেন্যু ও উদ্ভূত পরিস্থিতিসহ সার্বিক বিষয় নিয়ে আলোচনা করতে বিএনপি নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে গেছেন বলে দলটি জানিয়েছে।
এমই/এমআর