নাইটিঙ্গেল মোড় থেকে বিএনপি কার্যালয়ের সামনের ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তা ব্যারিকেড দিয়ে বন্ধ রাখা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা বন্ধে এ এলাকায় সতর্ক অবস্থান নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
অন্যদিকে বিএনপি প্রধান কার্যালয় তালাবদ্ধ রয়েছে। সকাল থেকে ওই এলাকায় কোনো নেতাকর্মী অথবা মিছিল আসতে দেখা যায়নি।
বিজ্ঞাপন
সেখানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেছেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) আমরা পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যান চলাচল, জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।
বিপ্লব কুমার সরকার আরও বলেন, এ এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি না থাকলেও মানুষের জানমালের নিরাপত্তায় অবস্থান বাড়ানো হয়েছে।
এদিকে সরজমিনে দেখা যায়, পল্টন এলাকাসহ আশেপাশের সকল মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক অবস্থান রয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ রাখা হয়েছে। সেখানে জনসাধারণও চলাচল করতে পারছে না।
বিজ্ঞাপন
বন্ধ রাস্তা ছাড়াও আশেপাশের রাস্তাগুলোতে যানবাহনের চলাচল ছিল একদম সীমিত। কোথাও কোনো ধরনের মানুষের জটলা তৈরি হতে দিচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহজনক পথচারীদের মাঝে মাঝে তল্লাশি করা হচ্ছে।
ডিএইচডি/এএস