বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১০ ডিসেম্বর গণসমাবেশ ঘিরে নেতাকর্মীদের লাগানো ব্যানার-ফেস্টুন অপসারণ করেছে ঢাকা দক্ষিণ মিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৭ ডিসেম্বর) রাতে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কের দুই পাশে থাকা ব্যানার-ফেস্টুন খুলে পরিষ্কার করে ডিএসসিসি।
বিজ্ঞাপন
এর আগে বুধবার দুপুরের দিকে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বর্তমানে বিএনপি কার্যালয়ের নিরাপত্তার স্বার্থে সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীরা জানায়, সড়কের আশপাশ পরিষ্কার করতে এসব ব্যানার পোস্টার খুলে ফেলা হচ্ছে। সড়কের জঞ্জাল পরিষ্কার করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, পল্টনে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীরা ব্যানার-ফেস্টুন খুলে সব করপোরেশনের ট্রাকে তুলে নিচ্ছে। এছাড়া ভ্যানে করেও এসব আবর্জনা নিয়ে যাচ্ছে তারা।
ডিএইডি/এএস