সব বাধা উপেক্ষা করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ করতে চায় বিএনপি। বিরোধী দলটির অভিযোগ- আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে ঢাকার গণসমাবেশ নস্যাতের পথ বেছে নিয়েছে সরকার। তাই সকল বাধা উপেক্ষা করে কর্মসূচি সফলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (৫ ডিসেম্বর) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বেআইনিভাবে ব্যবহার করে পরিস্থিতি উদ্বেগজনক ও ভীতিকর করে তুলতে চাইছে সরকার। তাই এ ধরনের ‘গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড’ থেকে বেরিয়ে আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বানও জানিয়েছে বিএনপি।
বিবৃতিতে জানানো হয়, ঢাকা মহানগর এবং সারাদেশে এখন পর্যন্ত প্রায় এক হাজার ৫০০ জন নেতাকর্মীকে গ্রেফতার ছাড়াও বাড়ি-বাড়ি তল্লাশিসহ নির্যাতনে দেশে একটা ভয়াবহ ভীতি ও ত্রাসের রাজত্ব সৃষ্টি হয়েছে। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভায় অবিলম্বে এই ধরনের বেআইনি গ্রেফতার, মিথ্যা মামলা, পুলিশি তল্লাশি বন্ধ করে গ্রেফতারদের মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
বিজ্ঞাপন
এমই/আইএইচ