শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২২, ০২:১৮ পিএম

শেয়ার করুন:

নয়াপল্টনে সংঘর্ষ: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা ওই মামলায় প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেইলকে এ তথ্য জানিয়েছেন পল্টন মডেল থানার ডিউটি অফিসার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর। তবে মামলার বাদী কে বা আসামিদের নাম-পরিচয় জানতে চাইলে তিনি বলেন, এখনো মামলার কাগজ হাতে আসেনি। 


বিজ্ঞাপন


পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন মিয়া বলেন, বুধবারের ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় ৪৭৩ জনকে এজাহারনামীয় আসামি ও ১৫০০-২০০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে এ মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় একাধিক সাজোয়া যান, প্রিজন ভ্যান এবং অতিরিক্ত ট্রাইকিং ফোর্স মোতায়েন করে পুলিশ। বিকেল তিনটায় বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষ শেষে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। সংঘর্ষের ঘটনায় মকবুল নামে গুলিবিদ্ধ একজন নিহত হয়েছেন।

কেআর/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর