বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪, ঢাকা

ঢাকার সমাবেশের আশপাশে ইন্টারনেট বিড়ম্বনা

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২২, ০১:১৪ পিএম

শেয়ার করুন:

ঢাকার সমাবেশের আশপাশে ইন্টারনেট বিড়ম্বনা

বিএনপির সমাবেশস্থলসহ আশপাশের এলাকায় ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটায় বিড়ম্বনায় পড়েছেন গণমাধ্যমকর্মীরা। শনিবার (১০ ডিসেম্বর) সকালের দিকে কিছুটা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমে আসতে থাকে ইন্টারনেটের গতি।

বিভিন্ন দাবিতে রাজধানীর গোলাপবাগ মাঠে সমাবেশ করছে বিএনপি। এটি বিএনপির এই দফার কর্মসূচির শেষ সমাবেশ। 


বিজ্ঞাপন


এর আগে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, ফরিদপুর, রাজশাহীতে সমাবেশ করেছে বিএনপি। সেসব সমাবেশেও এমন ইন্টারনেট বিড়ম্বনার শিকার হতে হয়েছে গণমাধ্যমকর্মীদের।

জানা গেছে, বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা থেকে ইন্টারনেটের গতি কমানোর জন্য মোবাইল অপারেটর প্রতি এক ধরণের নির্দেশনা আছে। যে কারণে সমাবেশস্থল গোলাপবাগ, যাত্রাবাড়ী, সায়েদাবাদের আশপাশে ইন্টারনেটের গতি বেশ কম রয়েছে। 

এদিকে ইন্টারনেটের গতি কম হওয়ায় সমাবেশস্থল থেকে বেশ দূরে গিয়ে সংবাদ পাঠাতে বাধ্য হচ্ছেন সাংবাদিকরা। 

বিএনপি নেতাকর্মীদেরও অনেককে দেখা গেছে দূরে থাকা সহযোদ্ধাদের সঙ্গে ইন্টারনেটে যোগাযোগ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। 


বিজ্ঞাপন


গোলাপবাগের সমাবেশে প্রধান অতিথি হিসেবে আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আর সভাপতিত্ব করছেন আমান উল্লাহ আমান।

বিইউ/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর