সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সীতাকুণ্ড ট্রাজেডি: ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন আটজন

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ জুন ২০২২, ০৬:৫০ পিএম

শেয়ার করুন:

সীতাকুণ্ড ট্রাজেডি: ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন আটজন

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপোতে কনটেইনার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের মধ্যে আটজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এর মধ্যে সর্বশেষ দুজনকে বুধবার ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের গত কয়েকদিনে ছাড়পত্র দেওয়া হয়েছে।‌

বুধবার ছাড়পত্র পাওয়া দুজন হলেন- সুমন হাওলাদার ও রুবেল মিয়া।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন। তিনি জানান, গত কয়েকদিনে ছয়জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ বুধবার দুইজন ছাড়পত্র নিয়ে চলে গেছেন। সীতাকুণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে।

fire

জানা গেছে, সীতাকুণ্ডের ঘটনায় এই ইনস্টিটিউটে ২২ জন চিকিৎসাধীন ছিলেন। তার মধ্যে একজনের মৃত্যু হয়। বর্তমানে ১৩ জন চিকিৎসাধীন আছেন। তারা সবাই পোস্ট অপারেটিভ ইউনিটে চিকিৎসাধীন আছেন।

চলতি মাসে সীতাকুণ্ডের বিএম ডিপোতে কনটেইনার বিস্ফোরণ হলে কয়েক শ ব্যক্তি দগ্ধ হন। ভয়াবহ অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ৪৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়। দগ্ধ ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট, পার্ক ভিউ হাসপাতাল, সিএমএইচ ছাড়াও বিভিন্ন জায়গায় চিকিৎসাধীন আছেন।


বিজ্ঞাপন


এমআইকে/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর