বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ঢাকা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চলে গেলেন প্রবেশ লালও

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ মার্চ ২০২৩, ০১:২১ এএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চলে গেলেন প্রবেশ লালও

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম প্রবেশ লাল শর্মা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় মোট সাতজনের মৃত্যু হলো।


বিজ্ঞাপন


৪১ বছর বয়সী প্রবেশ লাল শর্মা সীমা অক্সিজেন প্ল্যান্টের কম্প্রেসর অপারেটর ছিলেন। তার বাড়ি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

গত শনিবার সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় সীমা রি-রোলিং মিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় মাথায় আঘাত পেয়েছিলেন প্রবেশ লাল। রোববার সকালে অস্ত্রোপচার হলেও তার অবস্থা খুবই সংকটাপন্ন ছিল বলে চিকিৎসকরা জানিয়েছিলেন।

গত শনিবার (৪ মার্চ) বিকেলে সীমা শিল্পগ্রুপের সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেড কারখানায় সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন লেগে যায়। এতে ছয়জন নিহত হয়। এছাড়া ২০ জন আহত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে যান।


বিজ্ঞাপন


নিহত অপর ছয়জন হলেন-মো. সালাউদ্দিন, শামছুল আলম, ফরিদ, রতন লখরেট, মো. শহীদ ও মো. কাদের।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর