রোববার, ২৪ নভেম্বর, ২০২৪, ঢাকা

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ১০:৪৯ পিএম

শেয়ার করুন:

নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিপো কর্তৃপক্ষ জানায়, নিহত প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে।


বিজ্ঞাপন


এছাড়া বিস্ফোরণে গুরুতর আহত বা যাদের অঙ্গহানি হয়েছে তাদের প্রত্যেককে ৬ লাখ টাকা করে এবং অপর আহতদের ৪ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিস্ফোরণে নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষ জানান, হাসপাতালে ভর্তি রোগীদের চিকিত্সার পাশাপাশি এবং যারা তাদের দেখাশোনা করছেন তাদের খাওয়া ও অন্যান্য আনুষঙ্গিক খরচ দেওয়া হবে।

বিবৃতিতে বলা হয়, নিহত প্রতি পরিবারের একজন প্রাপ্তবয়স্ক সদস্যকে ডিপোতে চাকরি দেওয়া হবে।

যে পরিবারে প্রাপ্তবয়স্ক সদস্য নেই, সেই পরিবারের শিশুরা প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত প্রতি মাসে নিহত কর্মীর বেতনের সমান অর্থ দেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।


বিজ্ঞাপন


ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জন মারা গেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে ১৬৩ জন চমেক, জেনারেল হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর