চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএন কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় উদ্ধারকাজ চালাতে গিয়ে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের আটজন নিহত হওয়াসহ নিখোঁজ চারজন কর্মীর নামের তালিকা প্রকাশে এসেছে।
রোববার (৫ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জনসংযোগ শাহজাহান সিকদার।
বিজ্ঞাপন
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, এ ঘটনায় ১২ জন কর্মী নিখোঁজ ছিল। পরে দুর্ঘটনাস্থল থেকে ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও চারজন নিখোঁজ রয়েছেন।
ফায়ার সার্ভিসের নিহত কর্মীরা হলেন- মানিকগঞ্জ জেলার বাসিন্দা ও চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনের ফায়ারফাইটার রানা মিয়া, কুমিল্লা জেলার বাসিন্দা ও একই স্টেশনের নার্সিং অ্যাটেনডেন্ট মনিরুজ্জামান, নোয়াখালী জেলার ফায়ার ফাইটার আলাউদ্দিন, শাকিল তরফদার, রাঙ্গামাটি জেলার লিডার মিঠু দেওয়ান, রাঙ্গামাটির লিডার নিপন চাকমা, শেরপুরের ফায়ার ফাইটার রমজানুল ইসলাম এবং ফেনীর ফায়ারফাইটার সালাউদ্দিন কাদের চৌধুরী।
এছাড়া নওগাঁর ফায়ার ফাইটার রবিউল ইসলাম ও রংপুর জেলার ফাইটার ফরিদুজ্জামান, সিরাজগঞ্জ জেলার ফায়ার ফাইটার শফিউল ইসলাম ছাড়াও চাঁদপুর জেলার লিডার ইমরান হোসেন মজুমদার নিখোঁজ রয়েছেন।
এমআইকে/আইএইচ