সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চমেকে রক্তের সংকট, রক্তদানের আহ্বান

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৫ জুন ২০২২, ০২:১১ এএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে বিস্ফোরণ: চমেকে রক্তের সংকট, রক্তদানের আহ্বান

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে (AB+) (AB-) গ্রুপের রক্তের প্রয়োজন, সেচ্ছাসেবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী। রক্তদাতাদের মেডিক্যালের নিচতলায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

শনিবার (৪ জুন) দিবাগত রাত সাড়ে বারোটায় সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে বিস্ফোরণে দগ্ধদের দেখতে এসে সিভিল সার্জন এ আহ্বান জানান।


বিজ্ঞাপন


এসময় ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, নগরের সকল প্রাইভেট হাসপাতালের ডাক্তারদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে আসার আহ্বান জানাচ্ছি। যে যার সাধ্যমত আহতদের চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি। আপনারা যে যেভাবে পারেন দ্রুত সময়ের মধ্যে চমেক হাসপাতালে জরুরি বিভাগে চলে আসুন। আপনার সহযোগিতা পারে একটি প্রাণ বাঁচাতে।

শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে ভাটিয়ারির বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। জানা গেছে, আগুন লাগার পর কনটেইনার বিস্ফোরণে ৪ জন নিহত হয়েছেন, দশ পুলিশ সদস্যসহ তিন শতাধিক দগ্ধ ও আহত হয়েছেন।

বিস্ফোরণে ঘটনাস্থল থেকে অন্তত চার কিলোমিটার এলাকা কেঁপে ওঠে। আশপাশের বাড়ি–ঘরের জানালার কাঁচ ভেঙে পড়ে।

/এএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর