চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াভহ অগ্নিকণ্ডের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস।
রোববার (৫ জুন) এক ফেসবুক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়। দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, ‘চট্টগ্রাম কনটেইনার ডিপোতে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস গভীর সমবেদনা প্রকাশ করছে।
বিজ্ঞাপন
শনিবার রাত সাড়ে নয়টার দিকে সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন তিন শতাধিক। আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। তাদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন সেনাবাহিনীর একটি দল।
আগুনে আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর তিনজনকে উদ্ধার করে ঢাকার শেখ হাসিনা জাতীয় প্লাস্টিক ও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এমই/এমআর