সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ঢাকা

অগ্নিদগ্ধদের চিকিৎসায় সব ব্যবস্থা রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬ জুন ২০২২, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

অগ্নিদগ্ধদের চিকিৎসায় সব ব্যবস্থা রাখা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম ডিপোতে বিস্ফোরণের ঘটনায় যারা অগ্নিদগ্ধ বা আহত হয়েছেন তাদের চিকিৎসার সব ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।  

সোমবার (৬ জুন) দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের দেখতে এসে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।


বিজ্ঞাপন


স্বাস্থ্যমন্ত্রী বলেন, আহতদের চিকিৎসার জন্য ঢাকা এবং চট্টগ্রামের সব হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও যাদের ঢাকায় আনা হয়েছে তাদের জন্য আলাদা মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চট্টগ্রামেও একটি আলাদা বোর্ড গঠন হয়েছে। তারা মাঠ পর্যায়ের কাজ করছে। ‌এসবের পাশাপাশি সব সরকারি ও বেসরকারি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। 

মন্ত্রী জানান, ঢাকায় ১৫ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ‌  

এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সেজন্য তদন্তসাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে জানান মন্ত্রী।

এ সময় চুড়িহাট্টা ও নিমতলীর ঘটনায় তেমন কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী কোনো জবাব দেননি। ‌


বিজ্ঞাপন


এমআইকে/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর