চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় একটি কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। আগুন লাগার পর কনটেইনার বিস্ফোরণে দগ্ধ ও আহত শতাধিক হয়েছে বলে জানা গেছে।
শনিবার (৪ জুন) রাত ১১টার দিকে ভাটিয়ারী এলাকার বিএম কন্টেইনার ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ১৬টি ইউনিট কাজ করছে। আগুন লাগার পর কনটেইনারে বিস্ফোরণ হয়, সেখানে থাকা ক্যামিক্যালের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের সূত্রপাত কিভাবে তা তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ওই কন্টেইনার ডিপোতে অবস্থানরত শতাধিক লোককে অগ্নিদগ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন বিপ্লব জানান, ওই ডিপোতে হাইড্রোজেন পার অক্সাইডের একটি চালান ছিল। ওই পণ্যভর্তি কনটেইনারে বিস্ফোরণের খবর পেয়েছি।
বিজ্ঞাপন
/এএস

















































































































