শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

সাড়ে চারশ কোটি টাকা চায় ক্রীড়া মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭ জুন ২০২২, ০৮:৪১ পিএম

শেয়ার করুন:

সাড়ে চারশ কোটি টাকা চায় ক্রীড়া মন্ত্রণালয়

জুন মাস আসলেই চায়ের কাপে ঝড় তোলে বাজেট আলোচনা। সময় যতো ঘনিয়ে আসছে ক্রীড়াঙ্গনও সরব হয়ে উঠছে এই আলোচনায়। গত বছর করোনার প্রকোপে কমেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেট। তবে এই বছর বাজেট বাড়বে বলে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

চলতি সপ্তাহেই জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ে একটা প্রস্তাবনা দিয়েছি। আশা করছি ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট গত বছরের চেয়ে বাড়বে।’ 


বিজ্ঞাপন


ক্রীড়া মন্ত্রণালয়ের বাজেট বিভিন্ন ব্যবহার করার কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘আমাদের অবকাঠামোখাতে অনেক কাজ হচ্ছে। সেই খাতে কিছু ব্যয় হবে, ক্রীড়া প্রশিক্ষণ ও উন্নয়ন খাতেও বিশেষ জোর দেয়া হবে।’

বর্তমানে বাংলাদেশ প্রায় সব খেলায় সামগ্রীর জন্যই বিদেশের ওপর নির্ভরশীল। এগুলো আমদানি করতে শুল্ক দিতে হয় ফেডারেশনগুলোকে। তবে ক্রীড়া খাতে আমদানি শুল্ক প্রত্যাহারে চেষ্টা করছে মন্ত্রণালয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কিছুদিন আগে টেবিল টেনিস ফেডারেশনের টেবিল আমরা বিনা শুল্কে ছাড় করিয়েছি। এ রকম আরো অনেক ফেডারেশনকে সহায়তা করার চেষ্টা করি। আমদানি পণ্যের ক্ষেত্রে শুল্কের হারের বিষয়টি কত থাকবে এটা বাজেট পেশের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

এবারের বাজেটে ফুটবল উন্নয়নের জন্য সাড়ে চারশ কোটি টাকা বরাদ্দ চেয়েছে বাফুফে। মন্ত্রী জানান, ‘ফেডারেশন আমাদের প্রস্তাবনা দিয়েছে। সেটি আমরা অর্থ মন্ত্রণালয়ে ইআরডিতে পাঠিয়েছি। তারা যাচাই-বাছাই করবে এরপর আবার সভায় উঠবে। ফুটবল ফেডারেশনের বিষয়টি এখনই উঠবে না। সংশোধিত বাজেটের আলোচনায় পরবর্তীতে এই বিষয়টি উঠতে পারে।’


বিজ্ঞাপন


এআইএ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর