শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ঢাকা

বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৪:০১ পিএম

শেয়ার করুন:

বাজেটে ঘাটতি ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরে আয় ও ব্যয়ের যে ফর্দ সরকার তৈরি করেছে তাতে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। এই ঘাটতি মোট দেশজ উৎপাদন বা জিডিপির শতকরা ৫.৫ শতাংশ বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় এই তথ্য দেন অর্থমন্ত্রী।


বিজ্ঞাপন


বিপুল ঘাটতি কীভাবে মোকাবেলা করা হবে সংসদে সেই পরিকল্পনার কথাও জানান মুস্তফা কামাল। বলেন, ঘাটতি পূরণের জন্য ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৬ হাজার ৩৩৪ কোটি টাকার ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয়েছে। সঞ্চয়পত্র থেকে ঋণ নেওয়া হবে ৩৫ হাজার কোটি টাকা।

এছাড়া ৫ হাজার ১ কোটি টাকা আসবে অন্য উৎস থেকে। বিদেশি ঋণ থেকে আসবে ১ লাখ ১২ হাজার ৪৫৮ কোটি টাকা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেটে সম্ভাব্য আকার ধরা হয়েছে ছয় লাখ ৭৭ হাজার ৮৬৪ কোটি টাকা। এবারের বাজেটে দেশের প্রান্তিক জনগোষ্ঠী প্রাধিকার পাবে।

এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর