শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

অপরিবর্তিত থাকছে চিকিৎসা গবেষণার বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ জুন ২০২২, ০৭:৪২ পিএম

শেয়ার করুন:

অপরিবর্তিত থাকছে চিকিৎসা গবেষণার বরাদ্দ

২০২২-২০২৩ অর্থবছরেও অপরিবর্তিত থাকছে ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিলের’ ১০০ কোটি টাকা বরাদ্দ। করোনা মহামারিকালে চিকিৎসা গবেষণার উন্নয়নে এই বরাদ্দ রাখা হয়। ২০২১-২২ অর্থ বছরেও সম-পরিমাণ বরাদ্দ রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এই তথ্য জানান।


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, দেশে চিকিৎসা বিজ্ঞানের মৌলিক ও প্রায়োগিক গবেষণার অবকাঠামো তৈরি ও গবেষণা কার্যক্রম প্রবর্তন করা, গবেষণালব্ধ জ্ঞান দেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য শিক্ষা, জনস্বাস্থ্য, অনুজীব বিদ্যা, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ইত্যাদির সার্বিক উন্নয়নে ও স্বাস্থ্য খাতের নতুন উদ্ভাবনের সক্ষমতা বৃদ্ধি ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে আমরা বিগত অর্থবছরে ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করেছিলাম। এ বছরেও এ বরাদ্দের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘এ তহবিলকে কার্যকরভাবে পরিচালনা করার লক্ষ্যে সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল কার্যক্রম পরিচালনা সম্পর্কিত নীতিমালা, ২০২০ প্রণয়ন করা হয়েছে। এই নীতিমালার আলোকে জাতীয় পর্যায়ের গঠিত কমিটি কাজ করছে। চলতি অর্থবছরে প্রতিযোগিতার ভিত্তিতে ২৩টি গবেষক বা গবেষণা প্রতিষ্ঠান মৌলিক গবেষণা কার্যক্রম শুরুর জন্য নির্বাচিত হয়েছে। আগামী অর্থবছরেও এই তহবিলে ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হবে।’

স্বাস্থ্যশিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘জাতীয় স্বাস্থ্যনীতি ও অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় অন্তর্ভুক্ত কৌশল ও কার্যক্রম অনুযায়ী আমরা স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি। এর অংশ হিসেবে চিকিৎসা শিক্ষায় উচ্চ বিনিয়োগ ও উচ্চতর প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে।’

অর্থমন্ত্রী জানান, চিকিৎসা শিক্ষার চ্যালেঞ্জ মোকাবিলা করে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য চিকিৎসা শিক্ষার সকল স্নাতকোত্তর ডিগ্রিকে এক প্ল্যাটফর্মের অধীনে নিয়ে আসা, পরীক্ষা পদ্ধতি আধুনিকীকরণ, শিক্ষকদের ক্রমাগত প্রশিক্ষণ, চিকিৎসা শিক্ষায় নিয়োজিত শিক্ষকদের গবেষণা জোরদার করা, বেসরকারি পর্যায়ে শিক্ষার মান নিশ্চিত করা ইত্যাদি কার্যক্রমকে আমরা অগ্রাধিকার দেবো। এই খাতে বেসরকারি মেডিকেল কলেজ, চিকিৎসা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে সেবার মান নিশ্চিত করা এবং শিক্ষার ব্যয় জনগণের নাগালের মধ্যে রাখা, নার্সিং শিক্ষার আধুনিকায়ন ও দেশের প্রয়োজন অনুযায়ী যুগোপযোগী করার লক্ষ্যে সরকার নিরন্তর কাজ করে যাচ্ছে।’


বিজ্ঞাপন


নার্সিং শিক্ষায় উন্নয়ন বরাদ্দ পাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘বেসরকারি স্বাস্থ্য শিক্ষা নার্সিং কলেজের উন্নয়নের লক্ষ্যে আমরা ঢাকা নার্সিং কলেজ এক্রিডিটেসন চলতি অর্থবছরেই সম্পন্ন করবো। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নার্সিং ইনস্টিটিউটকে নার্সিং কলেজে রূপান্তর করার কার্যক্রম চলমান রয়েছে। মেডিকেল শিক্ষা কার্যক্রমের উন্নয়নের জন্য আটটি মেডিকেল কলেজে সিমুলেশন ল্যাব তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।’

এমএইচ/আইএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর