শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

‘বাজারে অস্থিরতা থাকবে না, সরকার এখানে কমিটেড’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুন ২০২২, ০৫:৪৩ পিএম

শেয়ার করুন:

‘বাজারে অস্থিরতা থাকবে না, সরকার এখানে কমিটেড’

বর্তমানে দেশে বিভিন্ন পণ্যের বাজারে যে অস্থিরতা বিরাজ করছে তা থাকবে না বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বলেছেন, ‘আগেও বলেছি, আবারও কথা দিচ্ছি, বাজারে অস্থিরতা থাকবে না। সরকার এখানে কমিটেড।’

শুক্রবার (১০ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। সেখানে বেশ কয়েকজন মন্ত্রী এবং আর্থিক খাতসংক্রান্ত বিভিন্ন বিভাগের প্রধানরা অর্থমন্ত্রীকে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন


বাজারের অস্থিরতা প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘বাজারের অস্থিরতা সারা বিশ্বে আছে। গত এক বছরে সারা বিশ্বে অনেক পণ্যের দাম ৩০ শতাংশ বেড়েছে। তাই আমাদের এখানেও বেড়েছে। দেশীয় প্রডাক্টের দাম আমাদের নিয়ন্ত্রণে আছে। কিন্তু আন্তর্জাতিক প্রডাক্টের ওপর আমাদের নিয়ন্ত্রণ থাকে না। সারা বিশ্ব আমরা একীভূত।’

এবারের বাজেটে প্রান্তিক মানুষের প্রতি বিশেষ দৃষ্টি রাখা হয়েছে জানিয়ে আ হ ম ‍মুস্তফা কামাল বলেন, এই বাজেট প্রান্তিক জনগোষ্ঠীর সহায়ক বাজেট। দেশের মানুষের সহায়ক বাজেট। এই বাজেটে যারা ব্যবসায়ী তারাও উপকৃত হবে। যারা গরিব তারাও উপকৃত হবে। সবাইকে উপকৃত করার জন্য আমরা এই বাজেট তৈরি করেছি।

সবাইকে বাজেটের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, গত তিন বছর আপনারা ঠকেননি। যা বলেছি তাই করেছি। আমি আবারও বলছি, গরিব হওয়া যে কত কষ্টের সেটা আমি ভালোভাবেই জানি। প্রত্যকটা গরিব মানুষের কথা আমরা চিন্তা করি।

এই বাজেট বাস্তবায়ন হলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে বলে মনে করেন অর্থমন্ত্রী। তবে এই বাজেট বাস্তবায়ন করা চ্যালেঞ্জ হবে জানিয়ে তিনি বলেন, ‘সব জায়গায় চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জের সাথে সুযোগ সুবিধাও থাকে। আমি সুযোগ-সুবিধায় বিশ্বাস করি।’


বিজ্ঞাপন


জেবি

 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

টাইমলাইন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর